ভ্রাম্যমান প্রতিনিধিঃ
যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলণ বন্ধের লক্ষ্যে ভূঞাপুর, কালিহাতী ও বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধুসেতু সাইট অফিস।
বঙ্গবন্ধুসেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ স্বাক্ষরিত জিডিতে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধুসেতু থেকে ৬ কিলোমিটার উজান ও ভাটিতে বালু উত্তোলণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সেতু কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে বাংলা ড্রেজার বসিয়ে এক শ্রেণির অসাধু ব্যক্তি বালু উত্তোলণ অব্যাহত রেখেছে। বাংলা ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলণের ফলে বঙ্গবন্ধুসেতু হুমকিতে পড়েছে। তা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জিডির পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর(সোমবার) থেকে অভিযান শুরু করেছে প্রশাসন।
জিডির বিষয়ে বঙ্গবন্ধুসেতু সাইট অফিসের সহকারি প্রকৌশলী মো.ওয়াসীম বলেন, যমুনা নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলণ বন্ধের লক্ষ্যেই ভূঞাপুর, কালিহাতী ও বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে। অবৈধ বালু উত্তোলণ বন্ধ করার লক্ষ্যেই এ ব্যবস্থা।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) ফজলুল কবির বলেন, সেতু কর্তৃপক্ষের করা জিডির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে আমরা অভিযান শুরু করেছি। বঙ্গবন্ধুসেতুর উজান ও ভাটিতে ৬ কিলোমিটারের মধ্যে কোন প্রকার বালু উত্তোলণ করতে দেয়া হবেনা।