ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা এলাকায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২০ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুল কবির জানান, অর্জুনা এলাকায় যমুনা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশটি ১৭-১৮ বছরের জনৈক তরুণীর, তার শরীরে আঘাতের স্পষ্ট কোন আলামত পাওয়া যায়নি।