গণবিপ্লব রিপোর্টঃ
যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগ স্বীকার করে তাকে দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন করেছেন তাঁর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান।
একাত্তর মুক্তিযুদ্ধের সময় করা মানবতাবিরোধী অপরাধ বিচারিক প্রক্রিয়া চলাকালীন স্বীকার করেন নি আর কোন যুদ্ধাপরাধী। এর্টনি জেনারেল মাহবুবে আলম বলেছেন- “যুদ্ধাপরাধের মামলায় এটাই প্রথম”।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধবার এই আবেদন দাখিল করেছে নিজামীর আইনজীবি।
বুধবার (২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী এস এম শাহজাহান। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনেও যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান।
শেষ দিনে আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।