মির্জাপুর সংবাদদাতাঃ
এক্সিম ব্যাংকের বগুড়া শাখার সাময়িক বরখাস্ত কর্মকর্তাকে রাজশাহী থেকে অপহরণ করার ১১দিন পর হাত-পা বাধা অবস্থায় টাঙ্গাইলের মির্জাপুরের নাসির গ্লাসের সামনে থেকে উদ্ধার করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাইন উদ্দিন জানান, মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে এক্সিম ব্যাংকের বগুড়া শাখার সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. আখতারুজ্জামান কচি থানায় এসে অভিযোগ করেন, তাকে গত ২১ জানুয়ারি দিনাজপুর থেকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। দীর্ঘ ১১ দিন বিভিন্ন স্থানে রাখার পর মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হাত পা বেধে মির্জাপুর থানার নাসির গ্লাসের সামনে ফেলে রেখে চলে যায়।
তিনি মির্জাপুর থানায় মামলা দায়ের করতে চাইলে রাজশাহী থানার বোয়ালী থানায় অপহৃতের বাবা আফসার উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করায় মির্জাপুর থানায় মামলা নেয়া হয়নি। পরে রাতেই তাকে রাজশাহী থানায় পাঠানো হয়।