টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২১ জানুয়ারি) এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়ী এলপি গ্যাস মাঠে জমকালো এ ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা।
খেলায় এলেঙ্গা টাইগার্স ২-০ সেটে ফারুক-মামুন ব্যাডমিন্টন ক্লাবকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহাআলম মোল্লার সভাপতিত্বে ও উত্তর টাংগাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান রুপন, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান দোলন, পৌর যুবলীগ নেতা হাজী শরীফ, মোল্লা জাকারিয়া লেলিন প্রমুখ।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূঁইয়া।
বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন।