ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর স্থানীয় এলপি গ্যাস মাঠে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ।
সকালে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন, রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যাবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহআলম মোল্লা, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন জনি, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সিনিয়র সদস্য মো.সুজন মোল্লা, সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন টিটু, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম মুসা প্রমুখ। বিকালে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।