ধনবাড়ী সংবাদদাতাঃ
মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী আসছেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে ভাসন দেবেন রাষ্ট্রপতি।
উৎসবের কর্মসূচিকে কেন্দ্র করে ধনবাড়ীতে দিনরাত চলছে নানা প্রস্তুতি। বিদ্যালয়ের দেয়ালে চুনকাম, মঞ্চ, প্যান্ডেল তৈরিতে সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বিভাগেরও উদ্যোগের শেষ নেই। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনিতে ধনবাড়ীকে ঢেকে দেয়া হয়েছে।
ইতিমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এর সদস্যরাসহ রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং বিশেষ দল ধনবাড়ীতে অবস্থান করে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানাগেছে।
ধনবাড়ী নবাব বাড়ির পাশে ওই ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উৎসব নিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।