গণবিপ্লব ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী এমপি’র একান্ত ব্যক্তিগত সচিব রোববার দুপুরে দুই পৃষ্ঠার একটা লিখিত জবাব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠির ব্যাখ্যা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি।
গত ১৩ জুলাই দল ও মন্ত্রিসভা থেকে বহিস্কৃত লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসিকে চিঠি দেয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর পরপরই (১৬ জুলাই) লতিফ সিদ্দিকীর বিষয়ে ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও আবদুল লতিফ সিদ্দিকীর কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে লতিফ সিদ্দিকী উল্লেখ করেন, আমেরিকার নিউইয়র্কে যে বক্তব্যের কারণে আওয়ামী লীগ তাকে দল থেকে বহিস্কার করেছে তা সম্পূর্ণ বেআইনি। আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি কোন ধরনের বক্তব্য দেননি। এটা ছিল তার ব্যক্তিগত বক্তব্য। এজন্য আওয়ামী লীগ তাকে বহিস্কার করতে পারে না।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে যে চিঠি দিয়েছিলেন আমার অনুরোধ প্রধান নির্বাচন কমিশনার এই চিঠি সংসদে ফেরত পাঠাবেন।