গণবিপ্লব রিপোর্টঃ
উপ-মহাদেশের প্রথম মহিলা সংসদ সদস্য বেগম লায়লা সিদ্দিকী বলেছেন, কালিহাতীবাসীর প্রাণের নেতা প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান আবদুল লতিফ সিদ্দিকী আমারও নেতা। তিনি আমার নেতা না থাকলে আমি ১৯৮৬ সালে কালিহাতীর গণমানুষের ভোট পেয়ে সংসদ সদস্য হতে পারতাম না। তিনি বলেন, কালিহাতীর আপামর জনসাধারণ আবদুল লতিফ সিদ্দিকী যেরকম আপন মনে করেন তা দেখে আমি অনেক সময়ই আবেগাপ্লুত হয়ে পড়ি। আবার তিনিও কালিহাতীর মাটি ও মানুষের জন্য যেরকম মায়া-টান অনুভব করেন তা দেখে কখনো কখনো আমি ঈর্ষান্বিতও হই। অনেক সময়ই দেখেছি তিনি পরিবারের কথা ভুলে কালিহাতীর মানুষের বিপদে-আপদে ছুটে গেছেন। তিনি শনিবার(২৩ জানুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার আউলিয়াবাদে করিমুন নেসা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
এরআগে সাবেক সংসদ সদস্য, সভাপতি ও করিমুন নেসা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়েরে প্রতিষ্ঠাতা বেগম লায়লা সিদ্দিকী কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আসার সংবাদ পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। এ সময় করিমুন নেসা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষ্ঠানস্থল এক জনসমুদ্রে রূপ নেয়।
পরে বেগম লায়লা সিদ্দিকী করিমুন নেসা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
করিমুন নেসা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, আলাউদ্দিন সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র কুমার সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ উদ্দিন তালুকদার, গণবিপ্লব পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোশারফ হোসেন সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আকবর, সোলায়মান মাষ্টার ও অন্যান্য নেতৃবৃন্দ।
খেলাধূলায় যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে তাদেরকে ব্যক্তিগত তহবিল থেকে শান্তনা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বেগম লায়লা সিদ্দিকী আরো বলেন, যে কোন উন্নয়নের মূলে শিক্ষাই প্রধান চাবিকাঠি। এজন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবহেলিত শিশুটিকেও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার প্রসারে এগিয়ে আসতে হবে; তবেই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সহজ হবে।
পরে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সভাপতি বেগম লায়লা সিদ্দিকী কলেজের মার্কেট ভবনের তৃতীয়তলার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।