কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ লুৎফর রহমান মতিন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।
কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দর আলী লেবু, কালিহাতী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা প্রেস কাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি দাশ পবিত্র, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, গভর্নিং বডির সদস্য আব্দুর রশিদ মোল্লা, আব্দুল কদ্দুসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।