স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর নির্দেশ’ উদ্ধার কর নদী খাল জলাশয়’ ‘ফিরিয়ে আনো পরিবেশ’ ‘এসো সবে মিলে গড়ে তুলি সোনার বাংলাদেশ’ ‘স্লোগানে’ টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী অবৈধ দখল উচ্ছেদ করতে চলছে জনসংযোগ কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নাগরিক বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শহরের মেইনরোড নিউ মার্কেট এলাকায় জনমত তৈরির জন্য লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, গণবিপ্লব’র প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত আরা, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হক শাহিন, টাঙ্গাইল ক্লাব এর সাধারণ সম্পাদক হারুনার রশিদ, নদী খালবিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল করিম শহীদ, সদস্য সচিব সাংবাদিক রতন সিদ্দিকী, বিশ্ব কবিতা কংগ্রেস টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক নওশাদ রানা সানভী, পরিবেশবাদী নেতা আকিবুর রহমান ইকবাল, মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, আইনবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নাগরিক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, একটি সুস্থ-সুন্দর ও পরিবেশ বান্ধব আদর্শ টাঙ্গাইল গড়তে হলে নদী উদ্ধার ও এর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা অপরিহার্য। টাঙ্গাইল শহর ও শহরতলীর পরিবেশ রক্ষায় জনসাধারণকে সঙ্গে নিয়ে লৌহজং নদী অবৈধ দখলমুক্ত করা হবে।