গণবিপ্লব রিপোর্টঃ শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি(১৮ জুলাই) বা রোববার(১৯ জুলাই) বাংলাদেশে উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। সব কিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর। আগামীকাল(শুক্রবার) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। রোজা ও ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ১ শাওয়াল পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়। পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। সাধারণত চান্দ্র বছর হয় ৩৫৬ দিনে। আগামীকাল শুক্রবার(১৭ জুলাই) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার(১৮ জুলাই) নতুবা পরদিন রোববার(১৯ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাছাড়াও হিজরী সনে এবছর গত রজব মাস হয়েছে ২৯ দিনে, আর শাবান মাস হয়েছে ৩০ দিনে। এজন্য রমজান ৩০দিন হবার সম্ভাবনা বেশীঁ। এজন্য শুক্রবার চাঁদ দেখা না গেলে রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।