স্বাধীনতার ৪৪ বছর পর মহান মুক্তিযুদ্ধ নিয়ে আবারো বিতর্কের অবতারণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন। একই বক্তৃতায় তিনি প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে, কটাক্ষ করেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়েও। এতদিন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে উদ্দেশ্যমূলক বিতর্কের অবতারণা করত, কটাক্ষ করত মুক্তিযুদ্ধের পরাজিত পক্ষ স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী। এখন সেই ভূমিকায় অবতীর্ণ মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল বলে দাবিদার বিএনপির নেতা, যিনি কিনা দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রীও। আমরা মনে করি বিএনপি নেত্রী খালেদা জিয়ার এই বক্তব্য মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা ও গর্হিত অপরাধ।
গত সোমবার(২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তৃতায় খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় মুক্তিযুদ্ধে এত লাখ লোক শহীদ হয়েছে। আসলে কত লোক শহীদ হয়েছে এটা নিয়ে বিতর্ক রয়েছে, নানা বই-কিতাবে নানা কথা লেখা হয়েছে।’ মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক গবেষণায় প্রমাণিত এবং সরকারিভাবেও এটা স্বীকৃত যে, একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখেরও বেশি শহীদ হয়েছেন। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। অবশ্য স্বাধীনতাবিরোধী পক্ষ নানা সময়ই এ বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করে আসছে, তা যে বিশেষ উদ্দেশ্যপূর্ণ তা সবার কাছেই স্পষ্ট, যা কারো কাছেই আমল পায়নি। দেশে এখন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চলছে, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের পথে। এ সময় জামায়াতের পুরনো বক্তব্য নিয়ে নতুন করে হাজির হয়েছেন জামায়াতের জোটসঙ্গী বিএনপির নেতা। জামায়াতের সঙ্গে সখ্য প্রসঙ্গে বিএনপি বারবারই বলে আসছে যে, তারা জামায়াতের আদর্শিক মিত্র নয়, আন্দোলনের সহযাত্রী। কিন্তু এখন কী শোনা যাচ্ছে তাদের নেতার মুখে?
শুধু শহীদের সংখ্যা নিয়েই প্রশ্ন তোলেননি খালেদা জিয়া, প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের ভূমিকা নিয়েও। অথচ মুক্তিযুদ্ধে দলীয়ভাবে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা ইতিহাস-স্বীকৃত। খালেদা জিয়া দাবি করেছেন আওয়ামী লীগে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা নেই, যারা আছেন সবাই ভুয়া মুক্তিযোদ্ধা! মুক্তিযুদ্ধ কোনো প্রাগৈতিহাসিক ঘটনা নয়, এখনো মুক্তিযোদ্ধারা অনেকে জীবিত। বিগত সময়ে অনেকে ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সাজার ও সুবিধা নেয়ার চেষ্টা করেছেন বটে। সেটা বিএনপি আমলেও ব্যাপকভাবেই ঘটেছে। স্বীকার করতেই হবে বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা-কোটাসহ সুবিধাদি যেভাবে বাড়ানো হয়েছে, আগে তা কখনোই হয়নি। স্বীকৃতি ও সুবিধাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ঢালাওভাবে ভুয়া আখ্যা দিয়ে খালেদা জিয়া তাদের আঘাত দিয়েছেন, অপমান করেছেন। বরাবরই খালেদা জিয়া, তার পুত্র ও অনুসারীরা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে অত্যন্ত আপত্তিকরভাবে কটাক্ষ করেন। এবারো তা করেছেন, যা আইনগতভাবেও অপরাধ। স্বাভাবিকভাবেই বিএনপি চেয়ারপারসনের এমন বিতর্কিত বক্তব্যের পর সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে। খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল দাবি করে তার বিচার দাবি করেছেন অনেকে। দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর বাঙালি যখন বিজয়ের মাস উদযাপন করছে, যখন একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তানি সেনা অফিসারদের বিচারের দাবি সামনে আসছে, তখন দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধান শহীদদের সরকারি ও স্বীকৃত পরিসংখ্যান অস্বীকার করে বক্তব্য দিচ্ছেন, যা অনাকাঙ্খিত, নিন্দনীয়। বিএনপি যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষের ও দেশের মূলধারার রাজনৈতিক দল বলে নিজেদের দাবি করতে চায় তাহলে বিএনপি নেতার উচিত হবে অবিলম্বে তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নেয়া।