গণবিপ্লব রিপোর্টঃ
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। এ সংক্রান্ত একটি আবেদনে সরকারি সম্মতি দিয়েছে বলে জানা গেছে। রবিবার (২৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানিয়েছেন। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি এসেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা গাইডলাইন দিয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মামলা হলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযোগকারী আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বলেছেন, তার আর্জি আমলে নেয়ার জন্য সোমবারই তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করতে পারেন।
মেহেদী বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেছিলাম ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরে অনুমতি দিয়েছে। আগামীকাল সোমবার ফৌজদারি কার্যবিধির ১২৩(ক), ১২৪(ক), ৫০৫ ধারার খালেদার অপরাধ আমলে নেওয়ার জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করবেন বলে জানান তিনি।
খালেদা জিয়ার ওই বক্তব্যে দেশদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে গত ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোমতাজ উদ্দিন মেহেদী। ওই নোটিসে খালেদাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিতে বলা হয়। নোটিসের জবাব না পেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন করেন মেহেদী। এর ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি অনুমোদন মেলে।
প্রসঙ্গত গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।