গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের শহীদ মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন তালুকদারের ৪৫তম শাহাদত বার্ষিকী বুধবার(২৯ জুন) নানা কর্মসূচি ও পূর্ণ ধর্মীয় অনুসারে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, ভোরে শহীদ মুক্তিযোদ্ধার টাঙ্গাইল পৌর সভার বেড়াডোমার মসজিদে মসজিদে রুহের মাগফিরাত কামনায় দোয়া, সকাল ৮টায় শহীদের নামে প্রতিষ্ঠিত শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় স্মৃতি স্তম্ভে¢ পুস্পস্তবক অর্পণ, কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।
শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও বেড়াডোমা সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরফান আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী এমএ রৌফ, সাবেক কমিশনার ও শহীদ জাহাঙ্গীরের ভাই আলমগীর হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় ব্যক্তি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল পৌর সভার ৪নং ওয়ার্ডের বেড়াডোমা মহল্লার মরহুম হাবিবুর রহমান তালুকদারের বড় ছেলে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদার। তিনি ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৯ জুন তিনি পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে নিহত হন।