
ঘাটাইল ২১ নভেম্বর : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে শহীদ বীর উত্তম সিপাহী নুরুল হক প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪৮তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, তানভীর হাসান ছোট মনির এমপিসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও কয়েকটি জেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবৃন্দ উপস্থিত ছিলেন।