বিনোদন ডেস্কঃ
শাকিব-অপু জুটির সিনেমা রাজা ৪২০। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমার সকল কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
কথাচিত্রের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে শাকিব-অপু ছাড়া আরো অভিনয় করেছেন- ওমর সানি, কাবিলা, মিজু আহমে, রাবিনা বৃষ্টি, কাবিলা ও কমলসহ অনেকে। সিনেমাটি সম্প্রতি আনকাট ছাড়পত্র পেয়েছে।
গত বছর ৩ মার্চ ঢাকার হাতিরঝিলের পিয়াংকা শুটিং হাউসে মহরতের মাধ্যমে শুরু হয়েছিল রাজা ৪২০ সিনেমার কাজ। এর পরে বিএফডিসি, পুবাইল, আফতাবনগরসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
সিনেমাটিতে মোট পাঁচটি গান থাকছে। গান লিখেছেন- কবির বকুল ও উত্তম আকাশ। এ ছাড়া ব্যবহৃত হয়েছে প্রায় তিন দশক আগের ‘ও আমার রাজা’ গানটি। চলচ্চিত্রটির সংগীতায়োজনে করেছেন মুরাদ ও সাদি জামান।