বিনোদন রিপোর্টঃ
তরুন নির্মাতা আশিকুর রহমানের নতুন ছবিতে অভিনয় করবেন শাকিব খান এবং নবাগতা নায়িকা শিবা আলি খান। ছবির নাম ‘অপারেশন অগ্নীপথ। আগামী বছরে ছবির দৃশ্যায়ন এর কাজ শুরু হবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন ভারটেক্স ক্রিয়েশন এবং সিনেফেক্ট অস্ট্রেলিয়া। গতকাল রাতে পরিচালক আশিকুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন। অপারেশন অগ্নীপথ আশিকুর রহমানের চতুর্থ ছবি। এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে প্রথম।
এর আগে আশিকুর রহমান কিস্তিমাত এবং গ্যাংস্টার রিটার্ন নির্মাণ করে ব্যাপক আলোচনার জন্ম দেন। বর্তমানে মুক্তির মিছিলে আছে তার তৃতীয় ছবি ‘মুসাফির’। এই ছবিতে আরেফিন শুভ এবং মারজান জেনিফার অভিনয় করছেন। অন্যদিকে অপারেশন অগ্নীপথ নবাগত নায়িকা শিবা আলি খানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি দ্য স্টোরি সামারা নামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।