কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর বিএনপি’র সম্মেলন গতকাল সোমবার বিকালে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন বাংলোতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এলঙ্গা পৌরসভার মেয়র শাফি খান সভাপতি ও একাব্বর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শুকুর মাহমুদ, সহ-সভাপতি আনছার আলী সিকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তালুকদার প্রমূখ।
এসময় কালিহাতী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি তাইবুর রহমান তোতা, বিএনপি নেতা ও সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, কোকডহরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল, সাধারণ সম্পাদক আশরাফ পাহেলি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, আমিনুল ইসলাম, এলেঙ্গা পৌরছাত্রদলের আহ্বায়ক আল-আমিন, যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।