গণবিপ্লব ডেস্কঃ চলছে শ্রাবণের ¯্রােতধারা। চলছে শোকাবহ আগস্ট। যে আগস্টে সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই মাসে মহাপ্রয়াণ ঘটেছিল বাঙালি সংস্কৃতির প্রাণপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এরকম কয়েকটি বিষয়কে উপজীব্য করে গত ৩১ জুলাই সন্ধ্যায় দেশের অগ্রজ কবিরা কবিতাপাঠ করেন। শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ কবিকণ্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৫ আগস্ট পরবর্তীতে দেশের মানুষের নীরবতা এবং তৎকালীন শাসকদের চিত্র-চরিত্র নিয়ে রচিত কবিতা ‘বঙ্গবন্ধুর সমাধিতে’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন। কবি মুহাম্মদ নুরুল হুদা বহমান শ্রাবণ, সদ্য ঘটে যাওয়া নেপালে ভয়াবহ দুর্যোগ এবং শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ৫টি কবিতা আবৃত্তি করেন। কবি রবীন্দ্র গোপ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠ করেন ‘কাঁদ বাঙালি কাঁদ’ শিরোনামের কবিতা। একইভাবে কবি মুহাম্মদ সামাদ, ভূঁইয়া শফিকুল ইসলাম, শফিক আলম মেহেদী, শাহজাদা আঞ্জুমান আরাসহ বেশ কয়েকজন কবি কবিতা পাঠ করেন।
কবিতাপাঠ পর্বে সবশেষে অনুষ্ঠানের ভিন্নমাত্রা যোগ করেন কবি নির্মলেন্দু গুণ। তিনি ষাট ও সত্তর দশকে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরার পাশাপাশি নিজের কবিতা রচনার প্রেক্ষাপট তুলে ধরেন। কথাপ্রসঙ্গে জন্মস্থান বারহাট্টার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর জন্মধাত্রীর কথা তুলে ধরেন। তিনি শুরুতেই পাঠ করেন কবিতা ‘মা’। তারপর বারহাট্টা স্কুলে দফতরি ললিতমোহনকে নিয়ে রচিত কবিতা ‘ললিত’ আবৃত্তি করেন। কবি গুণের কবিতাপাঠের মধ্য দিয়ে উচ্ছ্বসিত পরিবেশ তৈরি হলে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। এতে গান পরিবেশন করেন শিল্পী ইয়াসমীন আলী। তিনি গেয়ে শোনান ‘এ কি রিমঝিম’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ গান দুটি।