ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিভিন্ন ইউনিয়নে আলোকিত কালিহাতীর উদ্যোগে ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১৭ ডিসেম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যায় ফুলতলা বাজারে আলোকিত কালহাতীর সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী উপজেলা সহকারী মেডিকেল অফিসার সেলিম সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক শরীফ সিদ্দিকী প্রমুখ।