গণবিপ্লব রিপোর্টঃ
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত ১৩ আগষ্ট শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ল্যাবের উদ্বোধন করেন। সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৯ টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, ইউএনও আবু নাসার উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনুসহ শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। কালিহাতী উপজেলার ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, খিলদা উচ্চ বিদ্যালয়, বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়, করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়, বর্গা শরিষাআটা উচ্চ বিদ্যালয়ে ল্যাব স্থাপন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদপ্তর এর মহাপরিচালক বনমালী ভৌমিক গত ১০ই আগষ্ট ৫৬.০৪.০০০০.০০৩.১৪.০২১.১৬.৭৪৮ স্মারকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের এ জাতীয় অনুষ্ঠান বাস্তবায়নের নির্দেশ দেন। কিন্তু কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাস্তবায়নে কোন ভূমিকাই রাখেননি। এমনকি ১৩ আগষ্ট প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সেও উপস্থিত হননি। উপজেলার সকল স্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকসহ সবাই উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদের অনুপস্থিতি নিয়ে উপজেলা পরিষদের কর্মকর্তাদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘শারীরিক অসুস্থতার কারনে আমি উপস্থিত হতে পারিনি।’ গত ১৪ই আগষ্ট তিনি সুস্থ শরীরে সঠিক সময়েই অফিস করেছেন বলে নির্ভরশীল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, ‘‘তাঁকে বার বার নির্দেশ দেওয়ার পরও তিনি এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। তিনি কেন উপস্থিত হননি সেটাও আমাকে জানাননি।’ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল্লাহ জানান, ‘‘আমি না জেনে কিছু বলতে পারবো না। আমাকে এক ঘন্টা পরে ফোন দেন।’