নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার ( ১৫ আগষ্ট) সকালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর,সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যাপক ডা.নূরুল আমিন মিঞা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. কামরুল ইসলাম খান ইউসুফজাই ও সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান খান লিটন ও সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম (সজীব) প্রমুখ।
এসময় পাঁচ শতাধিক নারী ও পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও এক কেজি লবণ।