গণবিপ্লব রিপোর্টঃ
শোলাকিয়ায় জঙ্গি হামলাকরিদের মধ্যে একজনের পরিচয় পেয়েছে পুলিশ। সেই হামলাকারির নাম আবির হোসেন। সে ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
হামলার সময়ে পুলিশের গুলিতে আবির নিহত হয়েছিল। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ কথা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, আবির হোসেনের বাবার নাম সিরাজুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। ঢাকার বসুন্ধরায় তাদের বাড়ি রয়েছে। আবিরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আবির গত ৪ মাস যাবৎ নিখোঁজ ছিল।