গণবিপ্লব রিপোর্টঃ
ইন্টারনেটে আউটসোর্সিংয়ের প্রসার ঘটাতে সকল পেশার মানুষকে এবিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বর্তমান সরকার।
আউটসোর্সিং এর মাধ্যামে দেশের শিক্ষিত বেকাররা লাখ লাখ টাকা উপার্জন করছে। এরই অংশ হিসেবে রোববার (১২জুন) টাঙ্গাইল সার্কিট হাউজের হলরুমে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সংবাদকর্মীদের বেসিক আউটসোর্সিং বিষয়ে একদিনের কর্মশালায় বক্তরা একথা বলেন। সকালে কর্মশালার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মখলেছুর রহমান।
কর্মশালায় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩২ জন সাংবাদিক অংশ নেন।