সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজার পাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে রোকন মিয়ার সন্ধান চায় পিতা-মাতা। মানষিক ভারসাম্যহীন এই ছেলেটি ৮-৯ মাস আগে নিখোঁজ হয়েছে। রোকন মিয়ার বয়স ২৩-২৪ বছর, ডান গালে কালো তিলক আছে, গায়ের রঙ শ্যামলা। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিম্নের মোবাইল নম্বরে জানানোর বিনীত অনুরোধ করেছেন। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। এ বিষয়ে সখীপুর থানায় জিডি (নং-৩৬০, তাং-১০/০৩/২০১৬ইং) করা হয়েছে। সন্ধান প্রার্থী আবুল হোসেন। মোবাইল- ০১৭৪১ ৮৪৭২৮০, ০১৭৩১১৫৮৪৬২, ০১৭৭৮৮১৯৩০৪ এবং ০১৭৩৬৭৩৮৫৭।