সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আ’লীগের সাবেক সদস্য ও কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক পান্নার ওপর গুলি বর্ষণের প্রতিবাদে শনিবার(১৯ মার্চ) বিকালে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিসহ আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্বরোচিত এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে^ হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
প্রসঙ্গত: গত শুক্রবার(১৮ মার্চ) রাত সোয়া দশটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক পান্না স্থানীয় ইন্দারজানী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পুলিশ ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।