সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুলসহ অন্যান্য ইউপি সদস্যদের অপসারণ ও নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ইউনিয়ন নির্বাচন সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার দুপুরে(২৫ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নির্বাচন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডিএম শরীফুল ইসলাম শফীর সভাপতিত্বে উপজেলা আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মীর্জা মো. রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান একেএম আতিকুর, রহমান নূরে আলম মুক্তা, সাইফুল ইসলাম শিবলু, গোলাম সরোয়ার, শরীফুল ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুলের কুশপুতুল দাহ করা হয়।
প্রসঙ্গত, উপজেলার সর্ববৃহৎ যাদবপুর ইউনিয়নকে ভেঙে যাদবপুর ও বহুরিয়া নামকরণ করে দুইটি পৃথক ইউনিয়ন গঠন করা হয়। নামকরণ ও সীমানা নির্ধারণ নিয়ে মামলা হওয়ায় দীর্ঘ ১৪ বছর ধরে ওই ইউনিয়ন দুটিতে নির্বাচন বন্ধ রয়েছে।