সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুইটি খুনের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার বানিয়ারছিট মাচিয়া গ্রামে মেয়ের জামাইর হাতে শাশুড়ি খুন হয়েছে। অপরদিকে উপজেলার ঘাটেশ্বরী গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। দু’টি খুনের ঘটনায়ই সখীপুর থানায় মামলা হয়েছে। এতে করে সখীপুর উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট মাচিয়া গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে মজনু মিয়া স্ত্রী তাসলিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনায় শাশুড়ি এগিয়ে এলে মেয়ের জামাই মজনু মিয়া শাশুড়ি ছখিনা বেগমকে (৫০) বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে শাশুড়ি ছখিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদি ফেরত স্বামী চান মিয়ার বিরুদ্ধে তার স্ত্রী সাজেদা আক্তারকে (২৫) হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সাজেদা একই গ্রামের আবুল কাশেমের মেয়ে। সাজেদার বাবা আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে সাজেদার সঙ্গে তার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। স্বামী চান মিয়া সৌদি থেকে ফিরে আসার পর বুধবার (৩১ আগস্ট) এক শালিসি বৈঠকের মাধ্যমে সাজেদাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরেই তার মৃত্যুর খবর পাই। আমার মেয়ে সাজেদাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুঁলিয়ে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে সখীপুর থানায় মামলা করেছেন।