সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাঘবেড় গ্রামে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে তুচ্ছ ঘটনায় ফজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার(২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বাঘবেড় গ্রামে রাস্তার পাশে একটি জমিতে মাটি ফেলছিলেন স্থানীয় আবদুর রহিম, ইয়ার মামুদ ও ঠান্ডু মিয়া। এ সময় ফজল মিয়া তাদের বাধা দিলে আবদুর রহিম ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে ফজল অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয় লোকজন ফজলকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মাকছুদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ফজল মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহত ব্যক্তির ছেলে নুরুল ইসলাম বাদি হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।