ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৮ (সখীপুুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের গাড়ির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। শনিবার(২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-সখীপুর সড়কের বোয়ালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই পিকআপ ভ্যানের চালক আরিফ হোসেন খানকে (২৫) আটক করেছে।
সংসদ সদস্যের গাড়িতে থাকা তাঁর ব্যক্তিগত সহকারি মো.আসাদুজ্জামান লিটন বলেন, শনিবার(২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সখীপুর থেকে বাসাইলে একটি ধর্ম সভায় যোগ দিতে রওনা হন। বোয়ালি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সংসদ সদস্যের গাড়িটিকে চাপ দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে সংসদ সদস্যের ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িটির বাম পাশে বেশ ক্ষতিগ্রস্থ হয় এবং ডান পাশের লুকিং গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুর্ঘটনায় সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। পিকআপসহ চালক আরিফ খানকে আটক করা হয়েছে।