সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুরে বাল্য দেয়ার অভিযোগে কনের বাবা মো. লেবু মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১৩ জুলাই) সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের লেবু মিয়ার মেয়ে জামতৈল দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার লিজার দুই দিন আগে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার বিয়ে না দেয়ার প্রতিশ্রুতিতে বাবার মুচলেকা নিয়ে চলে আসেন। পরবর্তীতে গোপনে রেজিস্ট্রিবিহীন ও বিয়ে সম্পন্ন করা হয়। পরে মঙ্গলবার(১৩ জুলাই) সকালে ওই কনের বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়।