সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আব্দুস সবুর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সখীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাড়ি থেকে গত রোববার(৮ নভেম্বর) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ওই কিশোরীকে সবুরের বাড়ি থেকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গত ২৯ অক্টোবর কিশোরীকে অপহরণের অভিযোগে গত বুধবার(৪ নভেম্বর) কিশোরীর বাবা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার এসআই আবদুস সামাদ বলেন, গতকালই সবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।