সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক ফজল হক (৪৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার(৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাঘবেড় বাজার ও কীর্ত্তণখোলা চৌরাস্তা বাজারে পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে কৃষক ফজলহক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার, কেজিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বেল্লাল হোসেন, সাংবাদিক মতিউর রহমান, কামরুল হাসান বাবুল, কামাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর উপজেলার বাঘবেড় গ্রামের কৃষক ফজল হকের ভোগ দখলীয় জমিতে প্রতিবেশী ঠান্ডু মিয়া, ইয়ার মাহমুদ ও রহম উদ্দিন জোরপূর্বক ভেকু দিয়ে মাটি ভরাট করার সময় ফজল হক ও তাঁর পরিবারের লোকজন বাঁধা দেয়। এ সময় কৃষক ফজল হকের ওপর প্রতিপক্ষরা হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।