সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি দুলাল হোসেনের নেতৃত্বে ইউপি সদস্য মোজাম্মেল হোসেনসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার বিকালে স্থানীয় মোখতার ফোয়ারা চত্ত্বরে এক সমাবেশে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের হাতে ফুলের নেীকা তুলে দিয়ে তারা আ’লীগে যোগদান করে।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে অনুপম শাহজাহান জয় এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, রফিক-ই-রাসেল, অধ্যক্ষ সাঈদ আজাদ, ডিএম শরীফুল ইসলাম শফী, অধ্যাপক রহিজ উদ্দিন, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেক, কেবিএম রুহুল আমিন, খলিলুর রহমান, জাহাঙ্গীর তালুকদার, কামরুল হাসান, আরিফ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।