ইসমাইল হোসেনঃ

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর নির্যাতনে মৌসুমী আক্তার(২২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী সোনালী মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৯ জুলাই) রাতে স্বামীর নির্যাতনে গৃহবধূ মৌসুমী বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় সখীপুর থানায় সোমবার (১০ জুলাই) সকালে ওই গৃহবধূর মা আফরোজা বেগম চারজনের নামে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেছে।
জানা যায়, উপজেলার কুতুবপুর গ্রামের সোনালী মিয়া তার স্ত্রী মৌসুমীকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ঘটনার দিন বিকালে তাদের সঙ্গে ঝগড়া হলে সন্ধ্যায় মৌসুমী বিষপান করে। পরে হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়। মৌসুমী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামের শামসুল হকের মেয়ে। এ ব্যাপারে সখীপুর থানায় সোমবার (১০ জুলাই) সকালে ওই গৃহবধূর মা আফরোজা বেগম স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নামে আত্মহত্যা প্ররোচনায় মামলা করে।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী সোনালী মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।