ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গ্রামের জোতদার কৃষক শাহজাহান মিয়ার ছেলে শাহজালাল মিয়া(৩১) এক চোরকে পিটিয়ে বিপাকে পড়েছেন।
জানাগেছে, উপজেলার হামিদপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মো. দুলাল মিয়া(৪০) এলাকায় চোর হিসেবে চিহ্নিত। মো. দুলাল মিয়া ভূঞাপুর থানার গরু চুরির অভিযুক্ত আসামী(ভূঞাপুর থানার অভিযোগ নং-১৩১, তাং-২২/১২/২০১২ইং)। পুলিশি তদন্তে মো. দুলাল মিয়ার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ প্রমাণিত হয়। তিনি বিগত ২০০৮ সালে নিজ গ্রামের মুন্নাফের বাড়িতে অনধিকার প্রবেশ ও মারপিট এবং মালাল চুরি করেন। ওই ঘটনায় মো. দুলাল মিয়ার নামে সখীপুর থানায় মামলা(নং-০২, তাং০৩/০৪/২০০৮ইং) দায়ের করা হয়। প্রায় একই অপরাধে বিগত ২০১৩ সালের ২৭ জুলাই সখীপুর থানায় দায়ের করা মামলায়ও(নং-২১, তাং-২৭/০৭/২০১৩ইং) মো. দুলাল মিয়া অভিযুক্ত আসামী।
শাহজালাল মিয়া জানান, এলাকার চিহ্নিত চোর মো. দুলাল হোসেনের নানা অপকর্মে তারা অতিষ্ঠ। মাঝে মধ্যেই সে শাহ জালালদের মালামাল চুরি করে নেয়। মো. দুলাল মিয়া চুরির পাশাপাশি ছিনতাইও করে থাকে।
গত ১৪ এপ্রিল শাহজালাল মিয়ার পিতা শাহজাহান মিয়া দোকান থেকে বাড়ি আসার পথে মো. দুলাল মিয়া ও তার সঙ্গীরা পথিমধ্যে আক্রমন করে এবং বৃদ্ধ শাহজাহানকে পিটিয়ে আহত করে ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের পিছন থেকে মো. দুলাল মিয়া পড়ে যায় এবং এলাকাবাসীর হাতে গণধোলাইর শিকার হয়। এ সময় শাহ জালাল মিয়াও গণধোলাইয়ে অংশ নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মো. দুলাল মিয়া তার স্ত্রী সুফিয়া বেগমকে বাদী করে সখীপুর থানায় মূল ঘটনাকে এড়িয়ে সাজানো ঘটনায় একটি মামলা দায়ের করেছে। ওই সাজানো মামলায় শাহ জালাল ও তার পরিবারের লোকজন নানাভাবে হয়রানির শিকার হচ্ছে।
শাহ জালাল মিয়া ও তার পরিবার এ হয়রানির থেকে পরিত্রাণ পেতে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।