
‘টাঙ্গাইলের সখীপুরে দুইতলা বাসার ছাদ থেকে পড়ে জাকিয়া আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে’। ‘বুধবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে’।
‘নিহত শিশু জাকিয়া আক্তার ওই ওয়ার্ডের হোটেল ব্যবসায়ী কাঞ্চন মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে’।
‘জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) বেলা দুইটার দিকে বাসার ছাদে খেলা করার সময় অসাবধতাবশত দুইতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশু জাকিয়া আক্তার। পরে তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়’।