সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর পৌর নির্বাচনে জয়ের ধারা ধরে রাখতে আওয়ামী লীগ তৎপর থাকলেও বিএনপি ইমেজ পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে।
গত নির্বাচনে এ পৌরসভায় কৃষক শ্রমিক জনতালীগ প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এবারও আওয়ামী লীগ পৌরপিতার পদ দখলে রাখতে চায়। বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন চাচ্ছেন দলীয় হারানো ইমেজ ফিরিয়ে আনতে। পৌরসভার অভিজ্ঞ ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে বিএনপির চেয়ে আওয়ামী লীগের অবস্থান সুবিধাজনক। প্রথম দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও পরে তারা দলীয় প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছে। অপরদিকে, বিএনপির মনোনয়ন না পেয়ে পৌর নাগরিক ঐক্যের ব্যানারে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব। তাঁর সঙ্গে আছেন কৃষক শ্রমিক জনতালীগ ও বিএনপির সাবেক সভাপতিসহ অধিকাংশ নেতাকর্মী। কৃষক শ্রমিক জনতালীগ সারাদেশে পৌর নির্বাচন বয়কট করলেও সখীপুরের অধিকাংশ ভোটার তাদের সাবেক নেতা সানোয়ার হোসেন সজীবকে সমর্থন করছে।
উপজেলার নির্বাচন বিশ্লেষকরা জানান, আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী বর্তমান পৌর মেয়র ও বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের জয়ী হবার পথ সহজ হয়েছে। জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী আয়নাল হক নতুন মুখ হওয়ায় এ নির্বাচনে খুব বেশি ভাল করতে পারছেন না। জাতীয় পার্টির(জেপি) কোন প্রার্থী না থাকায় ওইদলের ভোটগুলো জোট দল হিসেবে আওয়ামী লীগ প্রার্থীই আশা করছেন।