ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে অবাধে নিন্মমানের নামসর্বস্ব কোম্পানির প্রায় দুই শতাধিক আইটেমের ওষুধ বিক্রি করা হচ্ছে। উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে ওষুদের দোকানগুলোতে ওইসব ওষুধ ছড়িয়ে পড়েছে। ওষুধ তত্ত্ববধায়ক ঠিক মতো তদারকি না করায় এবং প্রকাশ্যে নিন্মমানের ওষুধ বিক্রি হওয়ায় ভালমানের ওষুধ বিক্রেতারা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলে উপজেলার সর্বত্র মানহীন ওষুধ ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাজারে নামি-দামি কোম্পানির ভালো মানের ওষুধের আদলে বিভিন্ন নিন্মমানের ওষুধ যেমন কো-সেকটিল, সেকলোটিল, সেকটিল, সিপ্রোপ্রাস্কাসিনসহ শতাধিক নামসর্বস্ব এবং রেজিস্ট্রেশনবিহীন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রেজিস্টার্ড ডাক্তারদের কাছে না গিয়ে গ্রাম-গঞ্জের হাঁট-বাজারের ওষুধের দোকানগুলোতে বেশি কমিশনের লোভ দেখিয়ে মানহীন এসব ওষুধ সরবরাহ করে থাকেন। উপজেলার নলুয়া বাজারে খোলা ওষুধ ব্যবসায়ী মজিদ মিয়া জানান, নামি-দামি ওষুধে লাভ কম। অধিক লাভের আশায় আমরা ওইসব কোম্পানির ওষুধ বিক্রি করে থাকি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডিআই রেজাউল করিম বলেন, বাজারে নিন্মমানের ওষুধ খেয়ে রোগীরা জীবন হারাচ্ছেন। বেশি লাভের আশায় উৎসাহী হয়ে ওষুধ বিক্রেতারা নামসর্বস্ব কোম্পানির নিন্মমানের ওষুধগুলো বিক্রি করছেন। এ পথ থেকে ফিরাতে হলে জনসচেতনতা বাড়ানো দরকার।