ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সখীপুর পৌর নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী এবং দলের বিদ্রোহী প্রার্থীর বাসা ও নির্বাচনী অফিসের দুরত্ব কম হলেও তাঁদের মনের দূরত্ব অনেক। ওই দুই প্রার্থীর বাসা ও নির্বাচনী অফিস কাছাকাছি হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
জানা যায়, বিএনপির দলীয় প্রার্থী টাঙ্গাইল জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনের বাসা পৌরসভার ৭ নং ওয়ার্ডে। অপরদিকে, তাঁর বাসা থেকে মাত্র ১০০ গজ দূরত্বে দলের বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন সজীবের বাসা। এদিকে, পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপজেলা রোডের স্থানীয় বিএনপি কার্যালয়টিকে নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করছেন দলীয় প্রার্থী নাসির উদ্দিন। ওই অফিসের মাত্র ৩০ গজ দূরেই দলের বিদ্রোহী মেয়র প্রার্থী সানোয়ার হোসেন সজীবের নির্বাচনী অফিস। ওই দুই প্রার্থী একই ওয়ার্ডের ভোটার বলেও জানা গেছে।
বিএনপি প্রার্থী নাসির উদ্দিন বলেন, সানোয়ার হোসেন সজীবের বাড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডে। আমার বাসার পাশে তিনি বাসা করেছেন। বাসা পাশাপাশি হলেও আমার নির্বাচনে এ নিয়ে কোন প্রভাব পড়বে না।
সানোয়ার হোসেন সজীব বলেন, বিএনপির প্রার্থী নাসির উদ্দিনের বাড়ি দাড়িয়াপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে তিনিই আমার বাড়ির পাশে বাসা করেছেন।
এ নিয়ে ভোটাররা জানায়, বিএনপির দুই প্রার্থীর বাসা ও নির্বাচনী অফিস কাছাকাছি হলেও তাঁদের মনের দূরত্ব অনেক বেশি।