ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামীলীগে বিতর্কিত আদম ব্যবসায়ী তারিকুল ইসলাম বিদ্যুতের অন্তর্ভূক্তির কারণে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ‘হাইব্রিড’ নেতারা মনোনয়ন পাওয়ার আশঙ্কা করছে আ’লীগের তৃণমূল।
জানাগেছে, সখীপুর উপজেলার তৈলধারা গ্রামের আব্দুল বাছেদের ছেলে তারিকুল ইসলাম বিদ্যুৎ এলাকায় না থাকলেও একজন আদম ব্যবসায়ী হিসেবে স্থানীয় পর্যায়ে পরিচিত। আদম ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও তিনি সরকার অনুমোদিত কোন রিক্রুটিং এজেন্সির মালিক নন। ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এলিট ইন্টারন্যাশনাল কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের আড়ালে আদম ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত। অবৈধভাবে আদম ব্যবসা করার অভিযোগে গত ১০ মার্চ ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে সিআইডি অভিযান চালিয়ে ৩৯টি অবৈধ পাসপোর্ট সহ তার সহযোগী হাকিম আল মামুনকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারিকুল ইসলাম বিদ্যুৎ ও তার ভাই শাহারাজ শাহীন পালিয়ে যায়। ওই ঘটনায় সিআইডি’র মিরপুর ইউনিটের পরিদর্শক মো. মাসুদুর রহমান বাদি হয়ে ওইদিনই খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। এছাড়া তিনি কাকড়াজান ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিদেশে পাঠানোর কথা বলে শতাধিক লোকজনের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নিয়ে এখনও পাঠাতে পারেননি।
এ রকম একজন বিতর্কিত লোককে সখীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এরআগে তারিকুল ইসলাম বিদ্যুৎ আওয়ামীলীগ বা সহযোগী কোন সংগঠনের কোন সদস্য না থাকলেও হঠাৎ করে অদৃশ্য কারণে তাকে উপজেলা আওয়ামীলীগের নয়া কমিটিতে স্থান দেয়া হয়েছে। ত্যাগী ও দলের জন্য নিবেদিত নেতাদের বাদ দিয়ে তারিকুল ইসলাম বিদ্যুতের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে ওইপদে মনোনীত করায় উপজেলা আ’লীগের কতিপয় নেতার কার্যক্রম নিয়ে আওয়ামীলীগের তৃণমূলে ব্যাপক সমালোচনা হচ্ছে। দলের ত্যাগী, নিবেদিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মাঝেও তীব্র ক্ষোভ, অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানাগেছে, বিতর্কিত ব্যক্তি তারিকুল ইসলাম বিদ্যুৎ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদ পেয়ে আসন্ন ইউপি নির্বাচনে কাকড়াজান ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে জোড় তদবির চালাচ্ছেন। ফলে আ’লীগের তৃণমূলের নেতাকর্মীরা আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক হাইব্রিডদের প্রাধান্য দেয়ার আশঙ্কা করছে।
কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য শামছুল হক পান্না বলেন, বিদ্যুৎ একজন ভূয়া আদম ব্যবসায়ী, পেশাগত মামলায় অভিযুক্ত। তারিকুল ইসলাম বিদ্যুৎ ইউপি নির্বাচনে টাকা দিয়ে দলীয় মনোনয়ন কিনবেন বলে তিনি শুনেছেন।
আওয়ামীলীগ নেতা মো. দুলাল হোসেন ও আওয়ামীলীগের ত্যাগী নেতা রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ একজন বিতর্কিত ব্যক্তি, তাকে উপজেলা আওয়ামীলীগের পদে মনোনীত করা নিয়েই তৃণমূলে সমালোচনা হচ্ছে; ক্ষোভ, অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। বিদ্যুৎ টাকা দিয়ে দলীয় মনোনয়ন কিনে নেবেন বলে এলাকায় প্রচারণা চালাচ্ছেন, এটা দলের জন্য শুভ লক্ষণ নয়। উপজেলা নেতৃবৃন্দ তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেবে বলে তারা বিশ্বাস করেন।
একাধিকবার তারিকুল ইসলাম বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।