সখীপুর সংবাদদাতাঃ সখীপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রাহকরা। গত বুধবার(২২ জুলাই) সকালে উপজেলার নলুয়ায় এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় নলুয়া ফিডারের দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আল আমীন এবং লাইনম্যান খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, উপজেলার নলুয়া, ঘেচুয়া, যাদবপুর, বেড়বাড়ী, বহুরিয়া, রতনপুর, দেওদিঘী, চতলবাইদ, চাকদহ, লাঙ্গুলিয়া গ্রামে পিডিবি কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছেন না। অথচ অতিরিক্ত বিল তাদের পরিশোধ করতে হচ্ছে। এ নিয়ে কয়েকবার অভিযোগ করা হলেও প্রতিকার মেলেনি। বুধবার বিক্ষুব্ধ গ্রাহকরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, পিডিবির নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) শাহাদাত আলী ঘটনাস্থলে গিয়ে নলুয়া ফিডারের দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আল আমীন ও লাইনম্যান খোরশেদ আলমকে প্রত্যাহার করার ঘোষণা দেন এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।