সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৮জন আসামিকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। রোববার ২১ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে শামছুল হক, ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন, বগাপ্রতিমা গ্রামের ফিরুজ খানের ছেলে মামুন খান এবং উপজেলার বুড়িরচালা গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন, মৃত হায়দার মিয়ার ছেলে সেন্টু মিয়া ও আদম আলী, দূর্গাপুর গ্রামের শামছুল হকের ছেলে আল আমীন ও হারিঙ্গাচালা গ্রামের হাসমত আলীর ছেলে বাদশা মিয়া সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, রোববার রাতে বিভিন্ন মামলায় ওয়ান্টেভূক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২২ আগস্ট তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।