সখীপুর প্রতিনিধিঃ
সখীপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিভিন্ন ক্যাটাগরির ৭ হাজারের অধিক উপকারভোগীকে ভাতার আওতায় আনা হয়েছে। এতে করে সংশ্লিষ্ট উপকারভোগীরা নিয়মিত ভাতার সুবিধা পাচ্ছেন। ফলে ভাতাভোগীদের জীবনমানে সচ্ছলতা ফিরে এসেছে। স্থানীয় সমাজসেবা কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সখীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৭ হাজার ২৩৭ জন নারী-পুরুষকে মাসিক ভাতা দেয়া হচ্ছে। এ কর্মসূচিতে সমাজের অসচ্ছল, বয়স্ক, স্বামী পরিত্যক্তা ও বিধবা, প্রতিবন্ধী এবং দলিত হরিজন সম্প্রদায়ের লোকজনকে ভাতা ও শিক্ষা উপবৃত্তি দেয়া হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গ্রামভিত্তিক ২ হাজার ৫৭৮ জন নারী-পুরুষকে জরিপ করে প্রতিবন্ধি শনাক্ত করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, সরকারের নানামুখী গৃহিত কর্মসূচিতে সামাজিক নিরাপত্তাটি
অন্যতম। সখীপুরে জরিপ করে প্রতিবন্ধি তালিকা প্রণয়ন করা হয়েছে। এদের ছবিযুক্ত পরিচয়পত্র দেয়া হবে এবং বর্তমানে
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ভাতাভোগীদের তথ্য অনলাইনে নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও ভাতার আওতায়
আনা হবে।