সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির দায়ে উজ্জ্বল হোসেন (২৫) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার ৩০ আগস্ট সকাল ১১ টায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম এ দণ্ডদেশ দেন। উজ্জ্বল উপজেলার শোলাপ্রতিমা গ্রামের লুৎফর রহমানের ছেলে। একই সময় প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে উপজেলার হতেয়া বাজাইল গ্রামের মজিবুর রহমানকে (৪০) ৩’শ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, বাবার দেয়া অভিযোগে মাদক সেবন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির দায়ে উজ্জ্বলকে দুই বছরের কারাদণ্ড এবং প্রকাশ্যে ধূমপান করার দায়ে মজিবুর রহমানকে ৩’শ টাকা জরিমানা করা হয়েছে।