সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আবু হানিফ আজাদকে আওয়ামী লীগের মনোনয়োন দেয়া হয়েছে। সোমবার(৩০ নভেম্বর) টাঙ্গাইলে তৃণমূল কমিটির বৈঠক শেষে আবু হানিফ আজাদের নাম ঘোষণা করে কেন্দ্রে পাঠানো হয়। এদিকে, বিএনপি থেকে জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন এবং কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, জাতীয় পার্টির (এরশাদ) উপজেলা কমিটির সভাপতি আয়নাল হক, জেপির উপজেলা কমিটির সভাপতি আবদুর রহিম বিএসসিকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। অন্যদিকে, সোমবার(৩০ নভেম্বর) সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলামের(কাজী বাদল) পক্ষে তার ছোট ভাই শহিদুল ইসলাম ও সরকার দলীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের চাচাত ভাই ও উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।