ইসমাইল হোসেনঃ
টাঙ্গাইলের সখীপুরে এবার রান্না ঘর থেকে ২৬ গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে ওই সাপগুলো স্থানীয়রা মেরে ফেলে। সোমবার (১০ জুলাই) বিকালে উপজেলার হামিদপুর চৌরাস্তা গ্রামের প্রবাসী আশরাফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতষ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই সোমবার বিকালে আশরাফ আলীর স্ত্রী রান্না ঘরের সামনে কবুতরের খাঁচায় কবুতরের জন্য খাদ্য দিতে যায়। এরই এক সময় আশরাফের স্ত্রী কবুতরের খাঁচা উপর একটি সাপ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় হাতে লাঠি নিয়ে ওই সাপটি মারতে গেলে সাপটি রান্না ঘরের এক পাশে লুকিয়ে পড়ে। তারপর রান্না ঘরের গর্ত খুঁড়ে বড় গোখরা সাপসহ একে একে ২৬ গোখরো সাপ উদ্ধার করে মেরে ফেলে স্থানীয়রা। এ ঘটনায় পর থেকে ওই পরিবারসহ এলাকাবাসীর মাঝে আতষ্ক বিরাজ করছে।
আশরাফ আলীর ছেলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র মো. কামাল হোসেন বলেন, এত গুলো সাপ আর কখনও দেখিনি। এ ঘটনায় পর থেকে বাড়িতে থাকতে অনেক ভয় করছে।