সখীপুর প্রতিনিধিঃ
সখীপুরে শাশুড়ি খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত মেয়ের জামাই আসামি মজনু মিয়ার (৩০) কারাগারে মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে ১টার দিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৩ সেপ্টেম্বর সখীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তারের পর টাঙ্গাইল কারাগারে পাঠায়। মজনু মিয়া সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবদুল বাছেদের ছেলে। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে কারা কর্তৃপক্ষ মজনুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে দুপুর ১টার দিকে খিঁচুনি রোগে তার মৃত্যু হয়। গত ১ সেপ্টেম্বর উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট মাচিয়া গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে মজনু মিয়া স্ত্রী তাসলিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনায় শাশুড়ি এগিয়ে এলে মেয়ের জামাই মজনু মিয়া শাশুড়ি ছখিনা বেগমকে (৫০) বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে শাশুড়ি ছখিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শুকুর মামুদ বাদী হয়ে থানায় মামলা করেন।