সখীপুর সংবাদদাতাঃ
সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি (প্রাক্তন) প্রয়াত অধ্যাপক মোসলেম আবু শফীর নামে নামকরণকৃত সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার(১০ মার্চ) দুপুরে উপজেলার কীর্ত্তণখোলা-কালিদাস সড়কের কীর্ত্তণখোলা চৌরাস্তা মোড়ে এ নামফলক উন্মোচন করা হয়।
সখীপুর উপজেলা পরিষদ প্রয়াত সাংবাদিকের স্মরণে ‘সাংবাদিক অধ্যাপক মোসলেম আবু শফী সরণি’ নামে এ সড়কের নামকরণ করে। ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, হামিদুল হক বীর প্রতীক, ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, কেজিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার(১০ মার্চ) সাংবাদিক মোসলেম আবু শফীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও সখীপুর প্রেসক্লাব দিনব্যাপি কোরআন পাঠ, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করে।